২০০২ সালের ১১ অক্টোবর চীনের ছ'টি বে-সামরিক বিমান কোম্পানি প্রতিষ্ঠিত
২০০২ সালের ১১ অক্টোবর চীনের ছ'টি বে-সামরিক বিমান পরিবহণ লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠার ঘোষণা করা হয়। এ থেকে প্রতিপন্ন হয় যে চীনের বে-সামরিক বিমান পরিবহণের সংস্কার একটি সারর্গভ ধাপ এগিয়ে গেছে। এ ছ'টি বিমান পরিবহণ লিমিটেড কোম্পানি হল: চীনা বিমান পরিবহণ লিমিটেড কোম্পানি, চীনের প্রাচ্য বিমান পরিবহণ লিমিটেড কোম্পানি, চীনের দক্ষিণ বিমান পরিবহণ লিমিটেড কোম্পানি, চীনের বে-সামরিক তথ্য লিমিটেড কোম্পানি, চীনের বিমান পরিবহণের তেল ও জ্বালানি লিমিটেড কোম্পানি এবং চীনের বিমান পরিবহণের যন্ত্রপাতি আমদানি-রফতানি লিমিটেড কোম্পানি।
২০০১ সালের ১১ অক্টোবর চীনের রাষ্ট্রীয় মানদন্ডকরণ ব্যবস্থাপনা কমিটি প্রতিষ্ঠিত হয়
২০০১ সালের ১১ অক্টোবর চীনের রাষ্ট্রীয় মানদন্ডকরণ ব্যবস্থাপনা কমিটি পেইচিংএ প্রতিষ্ঠিতহয়। চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির পুলিট ব্যুর্রোর সদস্য, উপ-প্রধান মন্ত্রী উ ই রাষ্ট্রীয় পরিষদের পক্ষ থেকে এই কমিটি প্রতিষ্ঠার অভিনন্দন জানান এবং গুরুত্বপূর্ণ ভাষণও দেন। তিনি বলেন , এই কমিটি প্রতিষ্ঠার ফলে, চীনের অর্থনীতি স্থিতিশীল, দীর্ঘস্থায়ী আর সুষ্ঠুভাবে বিকশিত হয়।
২০০০ সালের ১১ অক্টোবর আন্তর্জাতিকইনজিনিয়ারীন , প্রযুক্তি আর বিজ্ঞান সম্মেলন পেইচিংএ অনুষ্ঠিত হয়
২০০০ সালের ১১ অক্টোবর চীনের ইনজিনিয়ারীন , প্রযুক্তি ও বিজ্ঞান মহলের সবচেয়ে বড় আকারের এবং সবচেয়ে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন----আন্তর্জাতিক ইনজিনিয়ারীন, প্রযুক্তি ও বিজ্ঞান সম্মেলন পেইচিংএর গণ মহা ভবনে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। চীনের তত্কালীণ প্রেসিডেন্ট চিয়াং জে মিন উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। বিশ্বের ৩০টিরও বেশী দেশের ২ হাজার প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন।
১৯৮৪ সালের ১১ অক্টোবর ডেং শিয়াও পিং পিং বলেন, চীনের ির্বদিকে উন্মুক্ততা নীতি আগামী শতাব্দীতে অপরিবর্তিত থাকবে
১৯৮৪ সালের ১১ অক্টোবর চীনের কমিউনিষ্ট পাটির তত্কালীণ উপদেষ্টা কমিটির চেয়ারমান ডেন শিও পিন জোর দিয়ে বলেন, চীনে প্রবর্তিত উন্মুক্ততা নীতি দীর্ঘকাল অপরিবর্তিত থাকবে এবং আগামী শতাব্দীতে অপরিবর্তিত থাকবে। একটি জাপানী প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষার করার সময় তিনি এ কথা বলেন।
১৯৭২ সালের ১১ অক্টোবর চীন আর জার্মানীর মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়
১৯৭২ সালের ১১ অক্টোবর চীন আর জার্মানীর মধ্যে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
১৯৩৭ সালের ১১ অক্টোবর সাংহাইএ চীন আর জাপানের সেনাবাহিনীর মধ্যে তুমূল লড়াই হয়
১৯৩৭ সালের ১১ অক্টোবর চীনের সাংহাইএ চীন আর জাপানের সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই হয়। এই লড়াইয়ে দু'পক্ষের বিপুল সংখ্যক সৈন্য হতাহত হয়।
১৯৬৪ সালের ১১ অক্টোবর সোভিয়েত ইউনিয়নের কমিউনিষ্ট পাটির তত্কালীণ সাধারণ সম্পাদ ক্ষমতাচ্যুত হন
১৯৬৪ সালের ১১ অক্টোবর সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পাটির তত্কালীণ সাধারণ সম্পাদক খ্রুশ্চেভ ক্ষমতাচ্যুত হন।
১৯৮৯ সালের ১১ অক্টোবর তিব্বতের পোতালা প্রাসাদের মেরামত প্রকল্পের কাজ শুরু
১৯৮৯ সালের ১১ অক্টোবর তিব্বতের রাজধানী লাসায় অবস্থিত পোতালা প্রাসাদের মেরামত প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পে চীন সরকার ৩ দশমিক ৫ কোটি ইউয়ান বরাদ্দ করে।
১৯৯৮ সালের ১১ অক্টোবর ' চীনা জনগণের জীবনযাত্রা মান মাঝারি পর্যায়ে' উন্নীত হয়
১৯৯৮ সালের ১১ অক্টোবর বিশ্ব ব্যাংকের পরিসংখ্যাণ অনুসারে চীনা জনগণের জীবনযাত্রারমান' মাঝারি পর্যায়ে' উন্নীত হয় ।
|