পাকিস্তানে সম্প্রতি সংঘটিত ভূকম্পে নিহতদের সংখ্যা ১০ অক্টোবর আরও বেড়ে যাচ্ছে। একই সঙ্গে ভূকম্পে দুর্গত এলাকায় আন্তর্জাতিক সমাজের সাহায্য অব্যাহত রয়েছে।
জানা গেছে, পাকিস্তানের উত্তরাঞ্চলে ৮ অক্টোবর রিক্টার ৭.৬ মাত্রার ভূকম্প ঘটার পর থেকে ১০ তারিখ রাত পর্যন্ত প্রায় ৩০ থেকে ৪০ হাজার লোক প্রাণ হারিয়েছে। এ ভূকম্পে ভারত নিয়ন্ত্রিত কাশ্মির অঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে ৮৫০জনেরও বেশী নিহত হয়েছে।
একই দিন, আন্তর্জাতিক ত্রাণসাহায্য অব্যাহত রয়েছে সেখানে।
চীন সরকারের দ্বিতীয় কিস্তির ত্রাণসামগ্রি সে দিন রাতে ইসলামাবাদে পৌঁছেছে। বাকিগুলো ১১ আর ১২ অক্টোবর পৌঁছাবে।
জাতিসংঘের মানবতাবাদ বিষয়ক সমন্বয় কার্যালয়, জাতিসংঘের শিশু তহবিল, ইউ.এন.ডি.পি, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন, জাতিসংঘের খাদ্য সংস্থা ইত্যাদি সংস্থা ভূকম্পে দুর্গত এলাকার কাছে ত্রাণসামগ্রি যোগান দিয়েছে ও চিকিত্সা ত্রাণ দল পাঠিয়েছে বা ত্রাণসাহায্য দেওয়ার কথা বলেছে।
মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র স্কোট মাক্লেলান ১০ অক্টোবর ওয়াশিংটনে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের দুর্গত এলাকার কাছে ৫ কোটি ডলারের প্রাথমিক ত্রাণসাহায্য দেবে। কানাডার আন্তর্জাতিক সহযোহিতা মন্ত্রী মাদাম আইলিন কারোল একই দিন পাকিস্তানের দুর্গত এলাকার কাছে ২ কোটি ক্যানাডিয়ান ডলারের ত্রাণসাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। ইউরোপীয় কমিশনও দক্ষিণ এশীয় ভূকম্পে দুর্গত এলাকার কাছে ৩০ লক্ষ ইউরোর মানবতাবাদী ত্রাণসাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তাছাড়া, জর্দান, অস্ট্রেলিয়া, বৃটেন, ইতালি, ফিনল্যান্ড, ভারত ইত্যাদি দেশও পাকিস্তানের কাছে মানবতাবাদী ত্রাণসাহায্য দিয়েছে বা দেওয়ার কথা বলেছে।
|