v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-11 10:25:02    
বানর রাজা সুন উখোং (১১)

cri
    উখোং পুরোহিতের রুপ নিয়ে ভালুক দানবের গুহায় এলো ।দানব তাকে সম্বর্ধনা জানিয়ে বললো আচার্যের কাষা তার কাছে আছে । অমনি ঝাঁপিয়ে পড়লো উখোং তার উপর । সঙ্গে সঙ্গে যুদ্ধ বেধে গেলো দানবের সঙ্গে । বহু দফা যুদ্ধ করেও কেউ কাউকে হারাতে পারলোনা । অবশেষে পালিয়ে গেলো দানব ।

    পরদিন মন্ত্রমেঘে চড়ে উখোং বোধিসত্ব কুয়ানইনের মন্দিরে গেলো । দেবি প্রথমে রাগ করলেন কাষা হারানো এবং মন্দির পুড়ে যাওয়ার জন্য । তারপর আচার্যের বিপদে সাহায্য করতে রাজি হলেন। উখোং-এর সঙ্গে দেবি এলেন কৃষ্ণপবন পর্বতে ।

    পথে লিংসু পুরোহিতকে দেখা গেলো । তার হাতের থালায় দুটি অমর বটিকা । উখোং এক ডান্ডার আঘাতে পুরোহিত হত্যা করলো । দেবি অসন্তুষ্ট হলেন । সে জানালো যে পুরোহিত হলো নেকড়ে দানব । সে ভলুক দানবের বন্ধু ।

    অমর বটিকার একটা উখোং খেয়ে নিলো । তারপর নিজে বটিকার রুপ নিল । দেবি দুটি বটিকা নিয়ে পুরোহিতের রুপ নিলেন । পুরোহিতের বেশে কৃষ্ণপবন গুহায় এলেন দেবি । দানব লিংসু পুরোহিতকে সমাদর করলেন । বোধিসত্ব অমর বটিকা দানবকে দিলেন । দানব মুহুর্তে তা গিলে ফেললো । দানবের পেটে শুরু হলো উখোং-এর তান্ডব । যন্ত্রণায় ছটফট করতে লাগলো দানব ।

    দেবি স্বরুপে ফিরে এলেন । উখোং তখন বের হয়ে এলো দানবের নাকের মধ্য দিয়ে । তাঁরা আচার্যের কাষা বস্ত্র ফেরত চাইলেন । বাধ্য হয়ে কাষাবস্ত্র ফেরত দিতে চাইলো দানব । বাধ্য হয়ে কাষাবস্ত্র ফেরত দিতে চাইলো দানব । প্রাণের চেয়ে তো আর কাষা দামি নয় ।

    দানব বৌদ্ধধর্ম গ্রহণ করতে রাজি হলো । দেবি উখোং-এর ডান্ডার আঘাত থেকে তাকে বাঁচালেন । অবশেষে ফেরত পাওয়া গেলো আচার্যের কাষা । দেবি ভালুক দানবকে নিয়ে গেলেন সঙ্গে করে । উখোং কৃষ্ণপবন গুহা পুড়িয়ে দিলো ।

    আচার্য অধির হয়ে পড়েছিলেন । এমন সময় কাষা বস্ত্র নিয়ে ফিরে এলো উখোং । সমস্যার সমাধান হলো । আচার্য সন্তুষ্ট হলেন উখোং-এর উপর । যাই হোক দেরি না করে আবার তিনি রওনা হলেন বৌদ্ধশাস্ত্র গ্রন্থ সংগ্রহের জন্য ।

    স্টুবেট দেশে প্রাচিন কাও লাও চুয়াং গ্রামে এক লোক বাস করতো । তার নাম স্কোয়ার কাও । তিনটি কন্যা রেখে তার স্ত্রি অল্পবয়সে মারা যায় । কাও-এর দুই মেয়ে এখন বিবাহিত । তারা দুরে থাকে । তৃতিয় কন্যা নিলকুসুম বা ব্লু অর্কিড এখনও অবিবাহিত । বাবার কাছেই থাকে সে ।

    অপরূপ সুন্দরি কন্যা নিল কুসুম । সতরা বছরে পা রাখলে তার জন্য বহু লোক বিয়ের প্রস্তাব পাঠালো । কিন্তু কাও রাজি হলো না । সে এমন জামাই চায় , যে তাদের সঙ্গে বসবার করবে এবং বৃদ্ধ বয়সে দেখাশোনা করবে তার ।

    একদিন চু নামে এক তরুণ কাও-এর শর্তে রাজি হয়ে বিয়ের প্রস্তাব দিলো । কাও তাকেই জামাই করলো । খুব ধুমধামে বিয়ে হলো নিল কুসুমের ।

    নতুন জামাই বিয়ের পর থেকেই শ্বশুর কাও-এর ক্ষেত খামারের যাবতিয় কাজ কাঁধে তুলে নিলো । বেশ কর্মঠ সে।