v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-10 21:00:54    
মানবজাতি প্রথমবারের মতো কেকেসিলি অতিক্রম করতে শুরু করেছে

cri

    কেকেসিলি নামটির অর্থ সুন্দরী। এই সুন্দরীর নেকাব অচিরে তুলে নেওয়া হবে। জানা গেছে, ৫০জনেরও বেশি বিজ্ঞানী, সাংবাদিক ও লজিস্টিক্সের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিয়ে গঠিত চীনের বিজ্ঞান একাডেমীর কেকেসিলি পর্যবেক্ষণ দল গত ২০ সেপ্টেম্বর লাসা থেকে নির্জন কেকেসিলি এলাকা অতিক্রম করতে শুরু করেছেন। এ পর্যবেক্ষণ দেড় মাস চলবে। মানবজাতির প্রথমবারের মতো কেকেসিলির কেন্দ্রীয় এলাকা অতিক্রমের মহাকীর্তি সম্পন্ন করাই এবারের পর্যবেক্ষণের লক্ষ্য। সেদিন সকালে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। পর্যবেক্ষণ দলের সদস্যরা দশাধিক জিপে চড়ে ধীরে ধীরে পোতালা প্রাসাদ চত্বরের পাশ দিয়ে এবারের পর্যবেক্ষণের প্রথম ধাপ-নামটসোর দিকে যাত্রা শুরু করেছেন।

    সেদিন সকালে পর্যবেক্ষণ দলের সদস্যরা খুব উত্তেজিত হয়েছিলেন। এই পর্যবেক্ষণ দলের নেতা, চীনের বিজ্ঞান একাডেমীর ছিংহাই-তিব্বত মালভূমি- গবেষণালয়ের গবেষক তিং লিন বলেছেন, এবারের পর্যবেক্ষণে মানবজাতি এই প্রথমবারের মতো কেকেসিলির কেন্দ্রীয় এলাকা অতিক্রম করবে। সামনে অনেক অজানা বৈজ্ঞানিক প্রশ্ন আমাদের অনুসন্ধান ও গবেষণা-সাপেক্ষ অনেক অচেনা অবস্থা আমাদের আবিষ্কার-সাপেক্ষ এবং অনেক চ্যালেঞ্জও আমাদের মোকাবিলা-সাপেক্ষ। সকল সদস্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছেন। পর্যবেক্ষণ দল তিব্বতী লাসা শহর থেকে শুরু করে শুয়াং হ্রদ, কেকেসিলি হ্রদ, চিংইয়ু হ্রদ ইত্যাদি এলাকা অতিক্রম করে অবশেষে ছিংহাইয়ের গোমুদে পৌঁছাবে। এই পথে তাঁরা বহু ধরণের বায়ুমণ্ডলীয় অঞ্চল অতিক্রম করবেন এবং অগ্নিগিরি, ঊষ্ণ প্রস্রবণ, মালভূমি কার্স্ট ইত্যাদি ভৌগোলিক নমুনা দেখতে পারবেন। সেইজন্য এবারের পর্যবেক্ষণ খুব তাত্পর্যপূর্ণ। এবারের পর্যবেক্ষণে ১৪জন গবেষক অংশগ্রহণ করেছেন। তাঁদের জ্যেষ্ঠজনের বয়স ৪১ বছর এবং সর্বকনিষ্ঠজনের বয়স ২৪ বছর। গড়পড়তা বয়স ৩০ বছর। তাছাড়া, সিনহুয়া বার্তা সংস্থা-সহ দুটি সংবাদ সংস্থা থেকে কয়েকজন সংবাদিক পর্যবেক্ষণ দলের সঙ্গে গোটা প্রক্রিয়ায় সংবাদ সংগ্রহ ও সম্প্রচার করবেন।

    পর্যবেক্ষণ দল তিনটি চ্যালেঞ্জের সম্মুখীণ । যাত্রাকালে ভয়াবহ প্রাকৃতিক পরিবেশজনিত অসুবিধা, আবহাওয়ার অনিশ্চয়তা ও মালভূমিতে অক্সিজেনের অভাব হচ্ছে পর্যবেক্ষণ দলের সামনে তিনটি প্রধান চ্যালেঞ্জ। "কেকেসিলিতে কাজ করার অবস্থা খুব কষ্টকর হলেও আমার অনেক চমত্কার অভিজ্ঞতা হবে"। এ দলের একমাত্র মহিলা বিজ্ঞানী, চীনের বিজ্ঞান একাডেমীর ভূতত্ত্ব ও ভূপদার্থ গবেষণাগারের গবেষক খোং পিং এ কথা বলেছেন। তিনি আরও বলেন, বৈজ্ঞানিক পর্যবেক্ষণের কাজে নারী-পুরুষ কোনো পার্থক্য নেই। একজন ভূতত্ত্ববিদ হিসেবে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এবারের পর্যবেক্ষণের কাজ ভালোভাবে সম্পন্ন করতে পারবো বলে আমার বিশ্বাস"। এবারের পর্যবেক্ষণ সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। গত ১৮ সেপ্টেম্বর চীনের মধ্য-শরত্ উত্সব, এ পর্যবেক্ষণ দলের জন্য আয়োজিত এক বিদায়ী অনুষ্ঠানে চীনের বিজ্ঞান একাডেমীর একাডেমিশিয়ান চুং তালাই বলেছেন, এবারের পর্যবেক্ষণে জীবনের জন্য নিষিদ্ধ এলাকাকে চ্যালেঞ্জ করা হবে এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করা হবে। তত্ত্বগত গবেষণা ও ব্যবহারিক গবেষণার ক্ষেত্রে এটি খুব তাত্পর্য্যপূর্ণ। আমি বিশ্বাস করি, আমাদের পর্যবেক্ষণ দলের সদস্যরা অদম্য মনোবল নিয়ে নানা বাধা-বিপত্তি অতিক্রম করে সাফল্যের সঙ্গে পর্যবেক্ষণের কাজ সম্পন্ন করতে পারবেন।"

    পর্যবেক্ষণ দল তিনটি ধাঁধাঁর উত্তর অন্বেষণের কর্তব্য সম্পন্ন করার গুরুভার বহন করছে। এক. ছিংহাই-তিব্বত মালভূমি অব্যাহতভাবে উচুঁ হয়ে যাচ্ছে না নামতে শুরু করেছে? দুই. কেকেসিলি অঞ্চলে তেল, স্বর্ণ ও তাম্র খনি সম্পদ থাকে কিনা? তিন. তিব্বতী এ্যানটিলোপের সংখ্যা কি বেড়েছে, না বিলুপ্তির সম্মুখীণ হচ্ছে? এই প্রথমবারের মতো পর্যবেক্ষণ দলের অভিযানের গোটা প্রক্রিয়ায় মোবাইলফোনের সংকেত স্পষ্ট পাওয়া যাবে।

    কেকেসিলির কেন্দ্রীয় এলাকায় দীর্ঘকাল ও ব্যাপক বৈজ্ঞানিক পর্যবেক্ষণ করার মহাকীর্তি সম্পন্ন করার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা সুনিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। জানা গেছে, এবারের পর্যবেক্ষণ ভালোভাবে সম্পন্ন ও জরুরি ত্রাণ নিশ্চিত করার জন্য এই অভিযানের গোটা প্রক্রিয়ায় পর্যবেক্ষণ দলের সদস্যরা প্রথমবারের মতো কেকেসিলির কেন্দ্রীয় নির্জন এলাকায় মোবাইলের সংকেত পাবেন। এবারের পর্যবেক্ষণ অভিযানের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার কাজে নিয়োজিত চীনের ইউনিকম কোম্পানির ভাইস-চেয়ারম্যান ইয়াং সিয়াও ওয়েই বলেছেন, ইউনিকম কোম্পানির দেওয়া দু'টি যোগাযোগ গাড়ি এবং বেশ কয়েকজন যোগাযোগ কর্মীও পর্যবেক্ষণ দলের সঙ্গে কেকেসিলির কেন্দ্রীয় এলাকায় প্রবেশ করবে, যাতে নির্জন এলাকায় পর্যবেক্ষণ দলের খবর আদান-প্রদান সুনিশ্চিত করা যায়। সে দিনের বিদায়ী অনুষ্ঠানে চুং তালাই পর্যবেক্ষণ দলের কাছে পতাকা হস্তান্তর করেছেন। দলীয় নেতা তিং লিন সকল সদস্যকে নিয়ে শপথ নিয়েছেন।