v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-10 17:04:44    
১০ অক্টোবর

cri
    **১৯২৫ সালের ১০ অক্টোবর রাজ প্রাসাদ জাদুঘর প্রথম খোলা হয়

    ১৯২৫ সালের ১০ অক্টোবর পেইচিংয়ের রাজ প্রাসাদ জাদুঘর আনুষ্ঠানিকাবে প্রথম খোলা হয়। সে দিনে পেইচিংয়ের যে কোনো একজন সাধারণ মানুষ রাজ প্রাসাদে হালকা মনে হেঁটে বেড়াতে পারেন। সে দিন থেকে, সম্রাটের জীবন সম্পর্কিত রহস্য ধীরে ধীরে মিলিয়ে গেল । সে দিন পেইচিং রাজ প্রাসাদ জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠান মহাসমালোহে আয়োজিত হয়। ৫০ হাজার পেইচিং বাসী স্বেচ্ছায় রাজ প্রাসাদ জাদুঘর দেখতে যান। উদ্বোধন অনুষ্ঠানে ঘোষণা করা হয় যে সেন দিন থেকে এ জায়গা প্রত্যেক নাগরিকের।

    **১৯২৬ সালের ১০ অক্টোবর চীনের ইতিহাস জাদুঘর উদ্বোধণ

    ১৯২৬ সালের ১০ অক্টোবর চীনের ইতিহাস জাদুঘর আনুষ্ঠানিকভাবে চালু হয়। ১৯১২ সালের ৯ জুলাই তত্পকালীণ চীন প্রজাতন্ত্রের অস্থায়ী সরকারের শিক্ষা মন্ত্রী চাই ইউয়ান পেইয়ের প্রস্তাবে ইতিহাস জাদুঘরের জাতীয় প্রস্তুতি- কার্যলয় প্রতিষ্ঠিত হয়।

    **১৯৩৪ সালের ১৯ অক্টোবর কেন্দ্রীয় লাল ফৌজের লং মার্চ শুরু

    ১৯৩৪ সালের ১০ অক্টোবর রাতে চীনের কমিউনিষ্ট পাটি আর লাল ফৌজের সদর দফতর প্রথম, তৃতীয়, পঞ্চম , অষ্টম এবং নবম আর্মি পরিচালনা করে চিয়াংসি প্রদেশের রিচিন থেকে রণনৈতিক অপসারন শুরু করে। এই অভিযানকে পরে লং মার্চ বলে আখ্যায়িত হয়।

    **১৯৬৪ সালের ১০ অক্টোবর অষ্টাদশ অলিম্পিক গেমস টোকিওতে শুরু

    ১৯৬৪ সালের ১০ অক্টোবর অষ্টাদশ অলিম্পিক গেমস জাপানের রাজধানী টোকিওতে শুরু হয়। অলিম্পিক মশাল প্রথম বার এশিয়ায় জ্বলে উঠে। তা ছাড়া, সে বছর ছিল আধুনিক অলিম্বিক ক্রীড়া পুণর্জীবনের ৭০তম বার্ষিকী।

    **১৯৯৩ সালের ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার একটি যাত্রীবাহী জাহাজ সাগরে ডুবে যায়

    ১৯৯৩ সালের ১০ অক্টোবর সকালে ১০টা ১৫ মিনিটে দক্ষিণ কোরিয়ার একটি ১১০ টনী যাত্রীবাহী জাহাজ অতিরক্তি যাত্রী বহনের কারণে প্রচন্ড বাতাসে সাগরে ডুবে যায়। এই দুর্ঘটনায়প্রায় দু' শো জনের মৃত্যু হয়।

    **২০০০ সালের ১০ অক্টোবর চীনের প্রতি দীর্ঘস্থায়ী সাধারণ বাণিজ্য সর্ম্পক আইনে মার্কিন প্রেসিডেন্ট ক্লিটনের সই

    মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাংশের সময় ২০০০ সালের ১০ অক্টোবর তত্কালীণ মার্কিন প্রেসিডেন্ট ক্লিটেন হোয়াইট হাউসের সামনে চীনের প্রতি দীর্ঘস্থায়ী সাধারণ বাণিজ্য সর্ম্পক আইন স্বাক্ষর করেন। যার ফলে যুক্তরাষ্ট্রের সিনেট আর প্রতিনিধি পরিষদের গৃহীত এই আইন আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে পরিণত হয়।তত্কালীণ মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অলব্রাইট সাক্ষর অনুষ্ঠানেসভাপতিত্ব করেন । মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং সিনেট আর প্রতিনিধি পরিষদের সদস্যরা এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    **১৮৬৮ সালের ১০ অক্টোবর কিউবারে প্রথম স্বাধীন যুদ্ধ বাঁধে

    ১৮১০ সালের পর স্পেনের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়ার জন্যে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ এবং মেকসিকোতে পর পর স্বাধীনতা- যুদ্ধ বাঁধে। এই স্বাধীনতা আন্দোলনের প্রভাবে ১৮৬৮ সালের ১০ অক্টোবর কিউবারে প্রথম স্বীধানতা-যুদ্ধ বাঁধে।

    **১৯৪৫ সালের ১০ অক্টোবর উত্তর কোরিয়ার কমিউনিষ্ট পাটি প্রতিষ্ঠিত হয়

    ১৯৪৫ সালের ১০ অক্টোবর উত্তর কোরিয়ার ওয়াকার্স পাটি পিংইয়াংএ প্রতিষ্ঠিত হয়।