চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খোং ছুয়ান ৯ অক্টোবর পেইচিংয়ে দক্ষিণ এশীয় ভূকম্প-দুর্গত দেশগুলোর প্রতি চীনের ত্রাণ সাহায্য বর্ণনা করেছেন।
খোং ছুয়ান বলেছেন, ভূমিকম্প হওয়ার পর প্রেসিডেন্ট হু চিন থাও প্রমুখ চীনের নেতারা সংশ্লষ্ট দেশগুলোর কাছে সমাবেদনা বাণী পাঠিয়েছেন। চীন পাকিস্তানকে ৬২ লক্ষ মার্কিন ডলার মূল্যের জরুরী সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তা ছাড়া, পাকিস্তানের ত্রাণ কাজে সহায়তা করার জন্যে ৪৯ জন নিয়ে গঠিত চীনের একটি আন্তর্জাতিক ত্রাণদল প্রথম কিস্তির ত্রাণ সামগ্রী নিয়ে পাকিস্তানে পৌছেছে।
খোং ছুয়ান বলেছেন, জানা গেছে, পাকিস্তানের ভূকম্পে একজন চীনা নিহত এবং চার জন আহত হয়েছেন। পাকিস্তানে চীনের দুতাবাস আহত চীনাদের চিকিত্সা ও আনুষংগিক কাজে পাকিস্তানের সরকার কাছ থেকে সাহায্য পাওয়ার চেষ্টা করছে।
|