** ৯ অক্টোবর হচ্ছে বিশ্ব ডাক দিবস
১৮৭৪ সালের ৯ অক্টোবর ২২টি দেশের প্রতিনিধিরা প্রথম আন্তর্জাতিক ডাক চুক্তি --- বের্নে চুক্তি স্বাক্ষর করেন, বিশ্ব ডাক ইউনিয়ন তখন থেকে প্রতিষ্ঠিত হয়। ১৯৬৯ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব ডাক ইউনিয়নের ১৬তম অধিবেশনে প্রতি বছরের ৯ অক্টোবর বিশ্ব ডাক ইউনিয়ন দিবস নির্ধারণ করা হয়। ১৯৮৪ সালে জার্মানীর হামবুর্গে অনুষ্ঠিত বিশ্ব ডাক ইউনিয়নের ১৯তম অধিবেশনে বিশ্ব ডাক ইউনিয়ন দিবসের নাম বিশ্ব ডাক দিবস বদলে যায়।
১৯৭২ সালের ১৩ এপ্রিল বিশ্ব ডাক ইউনিয়নের প্রতিনিধি সম্মেলন আনুষ্ঠানিকভাবে চীন গণ প্রজাতন্ত্রের সরকারই বিশ্ব ডাক ইউনিয়নে চীনের একমাত্র বৈধ প্রতিনিধি বলে স্বীকৃতি দেয়।
** ১৯৪৯ সালের ৯ অক্টোবর চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম জাতীয় কমিটির প্রথম অধিবেশন পেইচিংয়ে অনুষ্ঠিত হয়।
অধিবেশনে মাও সে তুং প্রথম জাতীয় কমিটির চেয়ারম্যান, চৌ এন লাই, লি জি শেন, শেন জুন রু, কুও মোরুও, চেন সুতোং ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। অধিবেশনে ১ অক্টোবর চীন গণ প্রজাতন্ত্রের জাতীয় দিবস সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়।
** ১৯৪৪ সালের ৯ অক্টোবর চারটি বড় দেশ জাতিসংঘ প্রতিষ্ঠার প্রস্তাব দেয়
১৯৪৪ সালের ৯ অক্টোবর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েট ইউনিয়ন এবং চীন একটি আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা প্রতিষ্ঠার কথা বিবেচনা করছে। ওয়াশিংটনের দুমবার্টোম ওকস বাগানে অনুষ্ঠিত সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা এই আন্তর্জাতিক সংস্থার নাম দিয়েছেন "জাতিসংঘ", এর লক্ষ্য হচ্ছে "সকল নৌ, স্থল এবং বিমান শক্তি দিয়ে বিশ্বের শান্তি এবং নিরাপত্তা রক্ষা ও পুনরুদ্ধার করা "।
** ১৯৩১ সালের ৯ অক্টোবর মার্কিন আবিষ্কারক এডিসোনের মৃত্যু
১৯৩১ সালের ৯ অক্টোবর বিখ্যাত মার্কিন আবিষ্কারক থোমাস আলভা এডিসোন মৃত্যুবরণ করেন, মৃত্যুর সময় তাঁর বয়স ৮৪ বছর।
এডিসোন ১৮৪৭ সালের ১১ ফেব্রুয়ারী যুক্তরাষ্ট্রের ওহাইও অংগরাজ্যের মিলানে জন্মগ্রহণ করেন। ১৮৭৬ সালে তিনি সাফল্যের সঙ্গে নিউ জের্সেয় অংগরাজ্যের মানলো পার্কে নিজের শিল্প পরীক্ষাগার প্রতিষ্ঠা করেন। মোট ১০৯৩টি আবিষ্কার এই পরীক্ষাগারে সাফল্যমন্ডিত হয়। তিনি জনসাধারণের অতুল সম্মান পেয়েছেন।
** ১৯৬২ সালের ৯ অক্টোবর উগান্ডার স্বাধীনতা দিবস
উগান্ডা প্রজাতন্ত্র আফ্রিকার পূর্বাঞ্চলে অবস্থিত এক অন্তর্দেশীয় দেশ, বিষুবরেখা এ দেশের মধ্য দিয়ে চলেছে। উগান্ডার উত্তরাংশের প্রতিবেশী হচ্ছে সুদান, পূর্ব দিকে কেনিয়ার সঙ্গে সংলগ্ন, দক্ষিণ-পশ্চিম দিকে হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ, দক্ষিণ দিকের প্রতিবেশী হচ্ছে ত্যান্জানিয়া আর রোয়ান্ডা, পশ্চিম দিকে কঙ্গোর সঙ্গে সংলগ্ন। রাজধানী কামপালা । ১৯৬২ সালে স্বাধীনতা লাভ করে।
কৃষি হচ্ছে উগান্ডার অর্থনীতির প্রধান স্তম্ভ। সারা দেশের জনসংখ্যার ৯০ শতাংশ হচ্ছে কৃষক ও পশুপালক । কফির উত্পাদন পরিমাণ আফ্রিকায় প্রথম সারিতে আছে।
১৯৬২ সালের ১৮ অক্টোবর চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
|