পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচন ৯ অক্টোবর শান্ত পরিবেশে শুরু হয়েছে। এবারকার নির্বাচন হচ্ছে ১৯৮৯ সালে পোল্যান্ডের রাজনৈতিক পরিবর্তনের পর অনুষ্ঠিত চতুর্থ প্রেসিডেন্ট নির্বাচন।
এবারকার নির্বাচনে ১২ জন প্রার্থী আছেন। বিজয়ী দু'বার প্রেসিডেন্ট হওয়া আলেকসান্দার কওয়াসনিভস্কির স্থলাভিষিক্ত হবেন। জনমত জরিপ থেকে জানা গেছে যে, সিভিক প্লাটফর্ম পার্টির নেতা দোনাল্ড তুস্ক এবং বর্তমান ওয়ার্শে শহরের মেয়র , আইন ও ন্যায় পার্টির প্রেসিডেন্ট প্রার্থী লেচ কাজিনস্কির মধ্যে সত্যিকার প্রতিদ্বন্দ্বিতা হবে।
|