৯ অক্টোবর চীনের বাণিজ্য মন্ত্রনালয় সূত্রে জানা গেছে , পাকিস্তানের সরকার ও জনগণ আর ভূকম্প দুর্গতদের প্রতি চীনের সরকার আর জনগণের বন্ধুভাবাপন্ন অনুভূতি আর সমবেদনা প্রকাশ করার জন্য চীন সরকার পাক সরকারকে নগদ ও সামগ্রী সহ ৬২ লক্ষ মার্কিন ডলার মূল্যের জরুরী মানবতাবাদী সাহায্য দানের সিদ্ধান্ত নিয়েছে ।
জানা গেছে , প্রথম দফা ত্রাণ সামাগ্রী ৯ অক্টোবর দুপুরে পাঠানো হয়েছে ।
৮ অক্টোবর সকালে কাশমির অঞ্চলে রিক্টার স্কেলে ৭.৬ মাত্রার ভূকম্প হয়েছে । ফলে জানমালের গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে ।
|