চীনের শ্রম আর সামাজিক নিশ্চয়তা বিধান মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক পাঁচ বছরে চীনের পুনর্কর্মসংস্থান কাজে বাস্তব সাফল্য অর্জিত হয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর মোট ১ কোটি ৮০ লক্ষ কর্মচ্যুত শ্রমিক ও কর্মচারীর পুনর্কর্মসংস্থান হয়েছে।
জানা গেছে, সাম্প্রতিক পাঁচ বছরে চীন সরকার পুনর্কর্মসংস্থান ত্বরান্বিত করার কতকগুলো সুবিধাজনক নীতি প্রকাশ করেছে, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে কর্মচ্যুত শ্রমিক ও কর্মচারীরা নিজেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে উত্সাহ দেয়া, শিল্পপ্রতিষ্ঠানগুলোকে কর্মচ্যুত শ্রমিক ও কর্মচারীদের গ্রহণ করতে উত্সাহ দেয়া, কর্মচ্যুত শ্রমিক ও কর্মচারীকে গণ কল্যাণমূলক কর্মে চাকরি দেয়া এবং বিনা খরচে কর্মসংস্থানের পরিচয় ও পেশাগত প্রশিক্ষণ দেয়া ইত্যাদি।
জানা গেছে, ভবিষ্যতে চীন সরকার সংশ্লিষ্ট নীতি আরো উন্নত করবে এবং রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের কর্মচ্যুত শ্রমিক ও কর্মচারীদের পুনর্কর্মসংস্থানের পথ আরো বিস্তার করবে।
|