ইরাকের সুন্নি সম্প্রদায়ের ২১টি রাজনৈতিক পার্টি ও গোষ্ঠীর প্রতিনিধিরা ৮ অক্টোবর বাগদাদে মিলিত হয়ে ইরাকের জনসাধারণের প্রতি সকল বৈধ উপায়ের মাধ্যমে নতুন সংবিধানের খসড়া নাকচ করার আহ্বান জানিয়েছেন।
ইরাকের সুন্নি সম্প্রদায়ের মুসলিম পন্ডিত এসোসিয়েশন, ইরাক ইসলামিক পার্টি, সুন্নি সম্প্রদায়ের গণ পরিষদ প্রভৃতি সংস্থার প্রতিনিধিরা এক বিবৃতিতে উল্লেখ করেছেন, নতুন সংবিধানের খসড়া ইরাকের বিচ্ছিন্নতা , প্রাকৃতিক সম্পদের অন্যায় বন্টন সঞ্চার করবে এবং ইরাকের আরবী বৈশিষ্ট্য বিলুপ্ত করবে। তাঁরা ইরাকের বিভিন্ন মহলের জনসাধারণের উদ্দেশ্যে ১৫ অক্টোবর অনুষ্ঠিতব্য গণ ভোটে এই খসড়া নামঞ্জুর করার আহ্বান জানিয়েছেন।
|