৮ অক্টোবর সকালে পাকিস্তানের উত্তর অঞ্চলে প্রবল ভুকম্প হয়েছে, ভারত আর আফগানিস্তানের কতকগুলো এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে । তাতে তিন দেশে চার শোরও বেশি লোক প্রাণ হারিয়েছে। পাকিস্তানের উত্তরাঞ্চলের বেশাম শহরে কর্মরত ৪ জন চীনা শ্রমিকও নিহত হয়েছে।
পাকিস্তানে কমপক্ষে ২৫৮ জন নিহত হয়েছে । পাক -প্রেসিডেণ্টের মুখপাত্র বলেছেন, নিহতদের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে। আফগানিস্তানে একজন শিশু নিহত হয়েছে।
ভারতনিয়ন্ত্রিত কাশমিরে ১৮০ জন নিহত এবং ৬০০ জন আহত হয়েছে। হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ৮ অক্টোবর বলেছেন , ভারতের কেন্দ্রীয় সরকার এই ভুমিকম্প-দুর্গত কাশমির অঞ্চলের ত্রাণ কাজে যথাসাধ্য সাহায্য দেবে।
জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ত্রাণ তহবিল ইতিমধ্যেই নিহতদের পরিবারবর্গকে আর্থিক সাহায্য দেয়ার জন্য জরুরি-ভিত্তিক অর্থ বরাদ্দ করেছে। ত্রাণকাজে সাহায্য করার জন্য ভারতের সামরিক পক্ষ ভূকম্প-কবলিত এলাকায় আরও বেশি লোক পাঠিয়েছে।
|