সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে , পৃথিবীর নিকটবর্তী বায়ুমন্ডলের প্রতি সার্বিক আর পুংখানুপুংখ তত্ত্বাবধান ও জরীপ চালানোর জন্য চীন ২০ কোটি ইউয়ান রেন মিন বি অর্থ বরাদ্দ করবে , যাতে পৃথিবীর নিকটবর্তী বায়ুমন্ডলের পরিবেশ আর আবহাওয়ার পরিবর্তন জানা যায় এবং তাতে নভোযাত্রা , টেলি-যোগাযোগ আর বিদ্যুত সরবরাহের জন্য যে ক্ষয়ক্ষতি ডেকে আনা হবে , তা কমানো হবে ।
জানা গেছে , আগামী কয়েক বছরে চীন দেশের অভ্যন্তরে আর রাশিয়া , অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে তুলবে এবং রাডার ও লেজার যোগে পর্যবেক্ষণ আর জরীপ সরঞ্জামের মাধ্যমে পৃথিবীর নিকটবর্তী বায়ুমন্ডলের পরিবেশের প্রতি তত্ত্বাবধান আর জরীপ করা হবে ।
|