স্ট্যান গ্রীষ্মমন্ডলীয় ঝড় ৭ অক্টোবর অব্যাহতভাবে মধ্য অ্যামেরিকা ও মেক্সিকোর কিছু এলাকার ওপর আঘাত হেনেছে। অসম্পূর্ণ পরিসংখ্যান থেকে জানা গেছে, এই প্রবল ঝড়ে এ এলাকায় ২৫৮ জন মারা গেছে।
এর মধ্যে মধ্য অ্যামেরিকার গুয়াতেমালায় দুর্যোগ সবচেয়ে গুরুতর। ১৭৬ জন নিহত এবং আট'শরও বেশী লোক নিখোঁজ হয়েছে। এই দেশ 'গণ-দুর্যোগ' অবস্থা ঘোষণা করেছে।
কলম্বিয়ার গণ-মাধ্যমের খবরে জানা গেছে, উত্তর-পশ্চিম গুয়াতেমালার আনটিওকিয়া প্রদেশের বেল্লো শহরে স্ট্যান গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে কমপক্ষে ২৬ জন নিহত এবং ৪০ জন নিখোঁজ হয়েছে।
|