v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-07 20:50:17    
১০.৭

cri

** জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা

    ১৯৪৯ সালের ৭ অক্টোবর, জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় । দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শেষ হওয়ার পর, যুক্তরাষ্ট্র, সোভিয়েট ইউনিয়ন ,ব্রিটেন, ফ্রান্স এই চারটি দেশ জার্মানি আলাদা আলাদাভাবে দখল করে। জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র সোভিয়েট ইউনিয়নের দখলকৃত এলাকার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। সোভিয়েট অধিকৃত এলাকা জার্মানির পূর্ব অংশে অবস্থিত, তার আয়তন ১ লক্ষের বেশি বর্গকিলোমিটার, এই এলাকার সোভিয়েট বাহিনীর সর্বোচ্চ নেতাদের সরকার যুদ্ধ শেষ হওয়ার আগেই সেখানে ভূমি সংস্কার ঘোষণা করে, যুদ্ধ-অপরাধী ও নাত্সীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ,এবং কিছু কিছু শিল্পপ্রতিষ্ঠানকে রাষ্ট্রায়ত্ত করে । সোভিয়েট বাহিনীর সরকার সোভিয়েট ইউনিয়নের ব্যবস্থা অনুযায়ী দখল এলাকার ভেতরে নতুন রাষ্ট্রীয় ব্যবস্থার ভিত্তি স্থাপন করে ।

** মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে প্রাচীন ডাইনসরের জীবাশ্ম আবিষ্কৃত

    ১৯৮৬ সালের ৭ অক্টোবর, বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যে প্রায় অক্ষত অবস্থায় সংরক্ষিত কিছু ডাইনসরের জীবাশ্ম আবিষ্কার করেন। অনুমান করা যায় ,এই সব ডাইনসরের প্রায় ২২.৫ কোটি বছর আগে বেঁচে। এটাই বর্তমান বিশ্বে আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন ডাইনসরের জীবাশ্ম । বিশেষজ্ঞরা মনে করেন , এবার আবিষ্কৃত বিশালকায় ডাইনসরের জীবাশ্ম হচ্ছে বৈজ্ঞানিক ক্ষেত্রে অজানা এক নতুন ধরনের ডাইনসরের জীবাশ্ম ।

** " আটলানটিস " নভখেয়াযান আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছেছে

    মার্কিন " আটলানটিস " নভখেয়া ( স্পেস শাটল)১৯৮১ সালের ৭ অক্টোবর কেনিডি মহাকাশযান কেন্দ্র থেকে উত্ক্ষেপন করা হয়। ভেতরে মোট ছয়জন নভোচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনের জন্য একটি নতুন স্পেস কেবিন স্থাপন করবে। ১১ দিন ব্যাপী মহাকাশ-যাত্রায় " আটলানটিসের " নভোচারীরা এই স্পেসকেবিনকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে স্থাপন করবে। স্থাপন করার পর আন্তর্জাতিক স্পেস স্টেশনের গোটা সৌরশক্তির বোর্ডের আয়তন হবে ১ একর ।

** ডেনমার্কের পদার্থবিদ নি-বোরের জন্ম

    ১৮৮৫ সালের ৭ অক্টোবর নি-বোর ডেনমার্কের কেপেনহেগেনে গ্রহণ করেন । ১৯১১সালে তিনি কেপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে ডক্টার ডিগ্রী অর্জন করেন। ১৯১২ সালের মাচ মাসে তিনি মানছেস্টারের বিশ্ববিদ্যালয়ের কাজ করেন । তখন সেখানকার গবেষণাগারের নেতা সবেমাত্র একটি পারমাণবিক যুগের সূচনা করেছেন : প্রমাণ করেছেন যে, অণুর অধিকংশ ওজন পরমাণুর কেন্দ্রে জমে থাকে। তা দেখে বোর মনে করেন , পারমাণবিক ক্ষেত্রের গভীর রহস্য কোয়ান্টামের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্ক-যুক্ত ।

** কার্টুন- শিল্পী ওয়ান লাইমিংয়ের মৃত্যু

    ১৯৯৭ সালের ৭ অক্টোবর চীনের কার্টুন ছবির শিল্পী ওয়ান লাইমিং মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর ।১৯০০ সালে চীনের চিয়াংসু প্রদেশের নানচিংয়ে তাঁর জন্ম হয়। তিনি তাঁর তিনজন ছোটভাই ওয়ান কুছান, ওয়ান ছোছেন, ওয়ান ডিহুয়ানের সঙ্গে একত্রে ব্যঙ্গচিত্র গবেষণা করেন।

** চীন-পোল্যান্ড কূটনৈতিক সম্পর্ক স্থাপন

    ১৯৪৯ সালের ৭ অক্টোবরচীন-পোল্যান্ড কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ।পোল্যান্ড ইউরোপের মধ্য অংশ অবস্থিত । আয়তন ৩ লক্ষ বর্গকিলোমিটারের বেশি । লোকসংখ্যা হচ্ছে ৩ কোটি ৮৪ লক্ষের বেশি এবং এর মধ্যে ৯৮ শতাংশ পোলিস। রাষ্ট্রীয়ভাষা হচ্ছে পোলিসভাষা।

** চীনের ফুটবল দল বিশ্ব কাপে প্রবেশ

    ২০০১ সালের ৭ অক্টোবর ৪৪ বছরের স্বপ্ন বাস্তবায়িত হয়। সাতবার কঠিন প্রতিযোগিতা চালানোর পর অবশেষে ভাল ফল অর্জিত হয়েছে। চীনের শেনইয়াং শহরের উলিহো স্টেডিয়ামে চীনা পুরুষ ফুটবল দল ১:০ গোলে ওমান দলকে পরাজিত করেছে বলে চীনারা প্রথমবারের মতো বিশ্ব কাপের চূড়ান্ত পর্বে খেলার অধিকার পেলেন।