আর্জেন্টিনার রাজধানী বুয়েনোসআইরেসের পুলিশ পক্ষের একজন মুখপাত্র ৬ অক্টোবর স্বীকার করেছেন, আর্জেন্টিনায় অনুষ্ঠেয় আমেরিকান দেশগুলোর শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বুশের অংশ গ্রহণের প্রতিবাদে এই শহরের উপকন্ঠের বাণিজ্য এলাকায় এক দিনে তিন বার বোমা বিস্ফোরণ ঘটেছে।
পুলিশ পক্ষ বলেছে, ৬ অক্টোবর সকালে যুক্তরাষ্ট্রের সিটি ব্যাংকের দুটো শাখা অফিসের এ টি এম মেশিন এবং একটি ভিডিও দোকানের সামনে ঘরে তৈরী বোমার বিস্ফোরণ ঘটেছে।
আমেরিকান দেশগুলোর চতুর্থ শীর্ষ সম্মেলন আগামী নভেম্বর মাসের ৪ আর ৫ তারিখে আর্জেন্টিনায় অনুষ্ঠিত হবে। মার্কিন প্রেসিডেন্ট বুশ এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
|