৭জন শ্রেষ্ঠ অ্যাথলিটের জন্য অলিম্পিক ঐক্য তহবিলের স্থাপিত " এথেন্স অলিম্পিক বৃত্তি" আবেদন সাফল্যের সঙ্গে সম্পন্ন করার পর চীনের হংকং অলিম্পিক কমিটি ৬ অক্টোবর ঘোষণা করেছে যে, "পেইচিং অলিম্পিক বৃত্তি" আবেদনের নিবন্ধন শুরু হয়েছে।
অলিম্পিক ঐক্য তহবিল ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। তার প্রধান উত্স হলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির গ্রহণকৃত চাঁদা ও টেলিভিশন সম্প্রচার অধিকার হস্তান্তরের আয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই তহবিলের মাধ্যমে বিভিন্ন দেশ ও অঞ্চলের অলিম্পিক গেমসকে সাহায্য দেয় এবং সম্ভাব্য অলিম্পিক গেমসের যোগদানকারী উন্নয়নমূখী দেশ ও অঞ্চলের যুবক অ্যাথলিটদের জন্য প্রযুক্তি ও অর্থ যোগান দেয়।
চীনের হংকং অলিম্পিক কমিটি বলেছে, অলিম্পিক গেমস-২০০৮ অংশগ্রহণের জন্য প্রস্তুত সকল শ্রেষ্ঠ অ্যাথলিট তাঁদের কমিটির মাধ্যমে এই বৃত্তির আবেদন করতে পারেন।
|