|
 |
(GMT+08:00)
2005-10-07 18:40:45
|
চীনের তৃতীয় ইন্টারনেট সংস্কৃতি মেলা সমাপ্ত
cri
চীনের তৃতীয় আন্তর্জাতিক ইন্টারনেট সংস্কৃতি মেলা চার দিন চলার পর ৬ অক্টোবর সমাপ্ত হয়েছে । চীনের ও বিদেশের ২৫২টি সংস্থা এই মেলায় অংশ নিয়েছে । প্রায় এক লক্ষ দর্শক এই মেলা পরিদর্শন করেছেন। বর্তমান ইন্টারনেট সংস্কৃতি মেলার শ্লোগান হলো ইন্টারনেটে আরো বেশী তথ্য জোগাড় কর আর পৃথিবীর সঙ্গে আরো নিবিড় সম্পর্ক রাখার চেষ্টা কর । গতবারের ইন্টারনেট সংস্কৃতি মেলার তুলনায় এবারকার মেলায় অংশ নেয়া সংস্থাগুলো আরো শক্তিশালী হয়েছে , দর্শকরা তাদের ওয়েবসাইট থেকে আরো বেশী প্রয়োজনীয় তথ্য নিতে পারেন ।
|
|
|