আফগানিস্তানে সফররত ন্যাটোর মহাসচিব জাপ দ্য হুপ স্কেফার ৬ অক্টোবর কাবুলে ঘোষণা করেছেন যে, ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক শান্তিরক্ষী বাহিনী আফগানিস্তানে তার শান্তিরক্ষার আওতা বাড়াবে এবং আরও সৈন্য পাঠাবে।
একই দিন আফগানিস্তানের প্রেসিডেণ্ট হামিদ কারজাইয়ের সঙ্গে সাক্ষাতের পর একটি যৌথ সংবাদ সম্মেলনে জাপ দ্য হুপ স্কেফার বলেছেন, পূর্ব ও দক্ষিণ আফগানিস্তান ন্যাটোর শান্তিরক্ষা তত্পরতার অন্তর্ভুক্ত। আফগানিস্তানে ন্যাটো আরও সৈন্য পাঠাবে যাতে সেখান মোতায়েন সৈন্যর সংখ্যা ১৩ হাজার অথবা ১৪ হাজার হতে পারে।
এ সংবাদ সম্মেলনে কারজাই বলেছেন, ন্যাটোর সৈন্যর বাড়ানো ও কমানো আফগানিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে। আফগানিস্তান ন্যাটোর সঙ্গে দীর্ঘকালীন সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠার আশা প্রকাশ করে।
|