ভারতের সরকারী প্রতিনিধি ৬ অক্টোবর নয়াদিল্লীতে ফরাসী প্রতিনিধিদের সঙ্গে সামরিক পণ্য ক্রয়ের চুক্তি স্বাক্ষর করেছেন , যাতে ফ্রান্সের ডুবোজাহাজ প্রযুক্তি দিয়ে নিজেরাই ৬টি স্কোর্পেনী পর্যায়ের ডুবোজাহাজ উত্পাদন করতে পারেন ।
এই ৩৫০কোটি মার্কিন ডলারের চুক্তি অনুযায়ী ফ্রান্স ভারতের কাছে ডুবোজাহাজ উত্পাদনের বিশেষ প্রযুক্তি দেবে , ভারত ফ্রান্সের দেয়া প্রযুক্তি ও বস্তু দিয়ে মুম্বাই-এ তার জাহাজ কারখানায় ডুবোজাহাজ উত্পাদন করবে । জানা গেছে , ভারত নিজেদের তৈরী স্কোর্পেনী পর্যায়ের ডুবজাহাজ এক বছরের মধ্যে ব্যবহার করতে পারবে ।
|