|
 |
(GMT+08:00)
2005-10-06 20:58:11
|
ইসরাইল বেশী ফিলিস্তিণিকে মুক্তি দেবে না
cri
ইসরাইলের উপ প্রধান মন্ত্রী এহুদ ওলমারট ৬ অক্টোবর বলেছেন, ইসরাইল-ফিলিস্তিন শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের জন্যে ইসরাইল আরও বেশী ফিলিস্তিনীকে মুক্তি দেবে না। তিনি বলেছেন, ইজরাইল ফিলিস্তনীদের জন্যে সুবিধাজনক শর্ত সৃষ্টি করবে। কিন্তু প্রথমে ইজরাইলীদের নিরাপত্তানিশ্চিত করতে হবে এবং জর্দান নদীর পশ্চিম তীরে বসবসরত ইহুদীদের জীবনযাপনের অবস্থা উন্নত করতে হবে। তিনি জোর দিয়ে বলেছেন, যে সব ফিলিস্তিণী ইহুদীদের কাছে 'রক্ত ঝরিয়েছে সে সব ফিলিস্তীকে ইজরাইল মুক্তি দেবে না। আগামী ১১ অক্টোবর জেরুজালেমে ইসরাইলের প্রধান মন্ত্রী শারন এবং ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আবাসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বলে অনুমান করা হচ্ছে।
|
|
|