সম্প্রতি চীনের জাতীয় বন অধিদপ্তরের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , চীনের বন সম্পদ রক্ষা সংক্রান্ত প্রকল্প বলবতের সাত বছরে মোট ১৩ কোটি কিউবিক মিটার কাঠ বাঁচানো গেছে ।
বনাঞ্চলে লাগানো গাছগুলো যাতে বড় গাছে পরিণত হয় এবং বনাঞ্চলের অর্থনীতি ও সমাজের সামঞ্জস্যপূর্ণ বিকাশ নিশ্চিত করার জন্য বন সম্পদ রক্ষা সংক্রান্ত প্রকল্প বলবত্ করা হয়েছে । জানা গেছে , এই প্রকল্পের কল্যাণে চীনের ইয়াংসি নদী ও পীত নদীর বরাবর অঞ্চলের বন অঞ্চলে অবৈধ গাছ কাটা বন্ধ করা হয়েছে । উত্তর-পূর্ব চীন ও অন্তমঙ্গলীয় স্বায়তশাসিত অঞ্চলের প্রধান প্রধান বনাঞ্চলের গাছ কাটা অনেক কমেছে ।
|