সিনহুয়া বার্তা সংস্থার একটি খবর থেকে জানা গেছে , বর্তমানে চীনের ৭৩ শতাংশ স্থানীয় সরকার ও ৯৩ শতাংশ মন্ত্রনালয়ের নিজস্ব ওয়েবসাইট আছে । ইন্টারনেটের মাধ্যমে প্রশাসন পরিচালনার ক্ষেত্রে চীনের লক্ষনীয় অগ্রগতি হয়েছে ।
কেন্দ্রীয় ও স্থানীয়সরকারের বিভিন্ন বিভাগ ওয়েবসাইট স্থাপনের পর সরকারের প্রশাসন আগের চেয়ে সচল হয়েছে , জনসাধারণ ইন্টারনেট থেকে প্রয়োজণীয় তথ্য জোগাড় করতে পারেন , তাই নাগরিকরা এই ধরনের ব্যবস্থাকে স্বাগত জানান । তবে মোটের উপর বলতে গেলে চীনের সরকারী বিভাগগুলোর ওয়োবসাইট এখনও সরকারী তথ্য প্রকাশের প্রাথমিক পর্যায়ে রয়েছে । ওয়েবসাইটের পরিসেবার ভূমিকা আরো জোরদার করা উচিত ।
|