দক্ষিণ চীনের ফুচিয়েন প্রদেশ ও পশ্চিম চীনের সানসি প্রদেশের দুর্গতদের সাহায্য করার জন্য চীন সরকার জরুরী ভিত্তিতে পাঁচ কোটি ইউয়ান বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে । ফুচিয়েন প্রদেশে এই অর্থ প্রধানতঃ দুর্গত অঞ্চলের অধিবাসীদের বাড়ীঘর পুননির্মাণ ও তাদের জীবনযাত্রা নিশ্চিত করার ক্ষেত্রে ব্যবহার করা হবে । সানসি প্রদেশে কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্য প্রধানতঃ অধিবাসীদের নিরাপদ জায়গায় স্থানান্তরিত করার কাজে ব্যবহার করা হবে ।
উল্লেখ্য যে , ঘুর্নিঝড় ' ড্রাগনরাজ ফুচিয়েন প্রদেশে ৩২০ কোটি ইউয়ান প্রত্যক্ষ ক্ষতি সৃষ্টি করেছে । সানসি প্রদেশের কিছু অঞ্চলে একটানা ঝড়বৃষ্টির দরুন বন্যা দেখা দিয়েছে , এতে প্রত্যক্ষ অর্থনৈতিক ক্ষতি দাড়িয়েছে ১২০ কোটি ইউয়ান ।
|