v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-10-05 21:39:36    
পেইচিংয়ের বৈশিষ্ট্যময় বই দোকান

cri
    পেইচিং চীনের রাজনৈতিক ও সাংস্কৃতি কেন্দ্র । পেইচিং মহানগর যেন একটি উন্মুক্ত মঞ্চ , বিভিন্ন ধরনের সংস্কৃতি সেখানে স্থান পায় ।

    পেইচিংয়ের বই দোকানগুলো নাগরিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। পেইচিংয়ে ছোট-বড় অনেক বই দোকান আছে । এই সব বই দোকানের মধ্যে পেইচিংয়ের কেন্দ্রস্থল সি তানে অবস্থিত বই ভবন সবচেয়ে বড় , এই বই ভবন চীনের বৃহত্তম বই দোকান । এই বই ভবনে সব ধরনের বই পাওয়া যায় । যারা দেশের বিভিন্ন জায়গা থেকে কাজের জন্য বা বেড়াতে পেইচিংয়ে আসেন , তারাও এই বই ভবনে বই পড়তে বা কিনতে আসেন । এই ধরনের বহুমুখী বই দোকান ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে পেইচিংয়ে অনেক বৈশিষ্ট্যময় বই দোকান দেখা দিয়েছে , এই সব বই দোকানে পাঠকরা আরো ভালো পরিসেবা পান ।

    আমাদের নিজস্ব সংবাদদাতা পেইচিংয়ের আই টি শিল্প কেন্দ্রীক চুন কুয়ান ছুন এলাকা সফর করেন । ' সূর্যের আলোক প্রক্রিয়া' বই দোকান সেখানে । এই দুতলা বই দোকানের দেওয়ালের রং হলুদ ও কমলালেবুর রং । দোকানের মালিক ইয়ু চে হুই আমাদের সংবাদদাতাকে বলেছেন , দোকানের নাম সূর্যের আলোক প্রক্রিয়ার অর্থ হলো ঠিক যেন কারবন ডাইওক্সাইড ও পানির সূর্যের আলোক সংশ্লেষনপ্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন বের করার মতো--- মানুষও বই পড়ে বইয়ের পুষ্টিকর উপাদান গ্রহন করেন । অনেক পাঠক মনে করেন দোকানের এই নাম তারা পছন্দ করেন । দোকান মালিক ইয়ুও বই পড়তে পছন্দ করেন । তিনি বলেছেন , আমি মনে করি আমার দোকান আসলে সূর্যের আলোক প্রক্রিয়ার মতো ভূমিকা পালন করে । যদি আপনি বই পড়তে পছন্দ করেন এবং প্রচুর বই থেকে নিজের অজানা তথ্য ও জ্ঞান পেতে আগ্রহী , তাহলে আপনি বই পড়ার মাধ্যমে অনেক কিছু পাবেন । তাই আমি বইয়ের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি ।

    এই বই দোকানের একটি কফি বার আছে , বারটির নাম দেয়া হয়েছেঃ ' ইউয়ে তু ' , এই অর্থ হলো উত্ফুল্ল মনে বই পড়া । এই বারে বসে এক কাপ কফি সামনে রেখে হালকা ধরনের সংগীতের সুরে পাঠকরা আনন্দের সঙ্গে বই পড়তে পারেন । এই দোকানে পাঠকদের অনুভূতি ঐতিহ্যিক বই দোকানে বই পড়ার একেবারে ভিন্ন । সাধারণ বই দোকানে শুধু বই বিক্রি করে । পাঠকদের বই পড়তে চাইলে দাড়িয়ে অথবা মাটির উপর বসে পড়তে হয় । কিন্তু এখন অনেক বই দোকান ইতিমধ্যে নাগরিকদের বিশ্রাম ও বিনোদনের এক জায়গায় পরিণত হয়েছে । দোকানের আরামদায়ক সোফা , উপযুক্ত আলোর ব্যবস্থা , হালকা ধরনের সংগীতের সুর আর সুগন্ধ কফি আধুনিক বই দোকানের নতুন উপাদানে পরিণত হয়েছে , পাঠকরা এই সুন্দর পরিবেশে নিশ্চিন্তে বই পড়তে পারেন।

    মিস চিয়াও এই দোকানের একজন পুরনো পাঠক , তিনি এই দোকানের বই পড়ার পরিবেশ পছন্দ করেন । তিনি বলেছেন , বই পড়ার পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ । শুধু বই কেনার জন্য আমি যে কোনো বই দোকানে যেতে পারি । আমি মনে করি এই দোকানের পরিবেশ আরামদায়ক , তাই আমি প্রায়ই এই দোকানে বই পড়তে আসি ।

    আমাদের সংবাদদাতা এই দোকন থেকে বেরিয়ে পেইচিংয়ের বাণিজ্য এলাকা ওয়ান ফু চিংয়ে অবস্থিত ' সিখাওলে ' বই দোকানে গিয়েছেন । এই বই দোকানের ম্যানেজার লি ছিয়েন বলেছেন , এই দোকানের নাম সিখাওলে ইংরেজী শব্দ স্কলারের উচ্চারণ অনুসারে রাখা হয়েছে । চীনা ভাষায় ' সিখাও '-র অর্থ হলো চিন্তা , ' লে '-র অর্থ আনন্দ , ' সিখাওলে '-র অর্থ হলো আনন্দের সঙ্গে চিন্তা ভাবনা করা । এই বই দোকানের সামনে খাড়া করা একটি বাঙ্গচিত্রে মিঃ সিখাওলে দাড়িয়ে আছেন , এই মধ্যবয়সী পন্ডিত দেখতে জ্ঞানী ও রসিক । এই দোকানের ম্যানেজার লি ছিয়েন বলেছেন , পাঠকরা এই দোকানে শুধু বই পড়েন না , তারা এই দোকানের পরিবেশে নিজের মান উন্নত করার উত্সাহ পান । এই দোকানের একটি শ্লোগান হলোঃ আমি বই পড়ি , আমি চিন্তা করি , তাই আমি আনন্দ বোধ করি। আমরা আশা করি বই প্রত্যেক পাঠকের জন্য আনন্দ দেবে এবং বই কেনা ও বই পড়ার মাধ্যমে পাঠকরা আনন্দ পাবেন ।

    ' সিখাওলে ' বই দোকানে সদস্যপদ ব্যবস্থা চালু আছে । যারা এই দোকানে বই কিনেছেন , তারা সবাই এই দোকানের সদস্য হন এবং দোকানের নানা ধরনের পরিসেবা ও সুযোগসুবিধা পান । এই দোকানের কর্মীদের গড়পড়তা শিক্ষাগত মান বি এ , তারা সবাই দেশের বই দোকান কর্মীর পরীক্ষায় উত্তীর্ণ হন । তাই তারা পাঠকদের উচ্চ মানের পরিসেবা দিতে পারেন। এই বই দোকান পাঠকদের চাহিদা অনুসারে নানা ধরনের কর্মসূচিও গ্রহন করে । যেমন বই বিনিময় অনুষ্ঠান এক বৈশিষ্টময় অনুষ্ঠান । এই অনুষ্ঠানে দোকানের সদস্যরা পরস্পরের সঙ্গে বই বিনিময় করেন । এই দোকান নিয়মিতভাবে চিত্রশিল্পী ও সাহিত্যিকদের আমন্ত্রন করে আলোচনা সভার আয়োজন করে ।

    আরেকটি বই দোকানের নাম ' কোলিনফোং ' । এই বই দোকানের বৈশিষ্ট্য হলো বইপত্রের গুনমান ভালো । এই দোকান পেইচিংয়ের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা কেন্দ্রীক এলাকায় অবস্থিত । দোকানটির আয়তন ১৭ শ' বর্গমিটার , ৪০ হাজার ধরনের নানান বই সম্পন্ন এই বই দোকান পেইচিংয়ের উচ্চমানের বইয়ের সুপার মার্কেট বলে পরিচিত । এই দোকানে বিক্রিত বইগুলো পেইচিংয়ের সবচেয়ে উন্নত মানের বই। এই বই দোকানের বই পর্যালোচনা ফোরাম ও সাংস্কৃতিক আড্ডা পাঠকদের আকৃষ্ট করে । এই দোকানের বইয়ের গুনমান উন্নত বলে তার বিক্রি পরিমান পেইচিংয়ের বই দোকানগুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে ।

    পেইচিং মহানগরে ' গোটা পরিবার ' নামে একটি চেইন বই দোকান আছে। পেইচিংয়ের নানা আবাসিক এলাকায় ত্রিশাধিক ' গোটা পরিবার ' বই দোকান আছে । এই বই দোকান আসলে আবাসিক এলাকার পাঠাগার বলা যায় , এই দোকানের শ্লোগান হলো পরিবারের প্রতিটি সদস্য বই পড়ুন , অধ্যয়ন করুন । এই দোকানেও সদস্যপদ ব্যবস্থা চালু রয়েছে । এই দোকানে বই বিক্রি ছাড়া বই বা ম্যাগাজিন ভাড়া করার ব্যবস্থাও আছে । বিভিন্ন পাঠকের চাহিদা অনুসারে পেইচিংয়ে বিশেষ বিষয়ের দোকানও আছে , যেমন ছায়াছবি বই দোকান , সংগীত বই দোকান , স্থাপত্য বই দোকান , চিকিত্সা বই দোকান আর বিজ্ঞান ও প্রযুক্তি বই দোকান ও ব্যাঙ্গচিত্রবই দোকান ইত্যাদি ।