ই-ইউ ও রাশিয়ার নেতারা ৪ অক্টোবর লন্ডনে বৈঠক করেছেন। দুপক্ষ একমত হয়েছে যে , দু দেশ অর্থনীতি ও নিরাপত্তা প্রভৃতি ক্ষেত্রের সহযোগিতা অব্যাহতভাবে জোরদার করবে, যাতে দুপক্ষের সম্পর্ক আরো উন্নত হয় ।
ই-ইউর পালাক্রমিক চেয়ারম্যান , ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বৈঠক শেষে অনুষ্ঠিত একটি যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, এবারকার বৈঠক হচ্ছে ই-ইউ আর রাশিয়ার সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করার প্রতীক। ই-ইউ রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ পর্যায়ে উন্নীত করার জন্যে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সংবাদ সম্মেলনে বলেছেন, এবারকার বৈঠক আরো প্রমাণ করে যে রাশিয়া ও ই-ইউ দুপক্ষের অংশীদারী সম্পর্ক অনবরত উন্নত করতে প্রচেষ্টা চালাচ্ছে । তিনি আরো বলেছেন, তেল ও গ্যাস খাতে রাশিয়া ই-ইউর নির্ভরযোগ্য অংশীদার।
|