সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের রাষ্ট্রীয় মালিকানার সম্পদ তত্ত্বাবধান কমিটির প্রধান লি রোং রোং বলেছেন , এই বছর চীনের কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফা পূর্ব নির্ধারিত৫ শ' বিলিয়ন ইউয়ানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে । এই সব শিল্পপ্রতিষ্ঠানের উত্পাদন পরিস্থিতি বিবেচনা করে এই কথা বলা যায় এই লক্ষ্যমাত্রা নির্দিষ্ট সময়ের দু মাস আগে অর্থাত্ অক্টোবর মাসেই অর্জিত হবে । গত বছর কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফা ছিল ৪৭৮.৪ বিলিয়ন ইউয়ান ।
উল্লেখ্য যে , চীনের কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানগুলো হচ্ছে রাষ্ট্রীয় পরিষদের অধীনস্থরাষ্ট্রীয় মালিকানার সম্পদ তত্ত্বাবধান কমিটির প্রত্যক্ষ নিয়ন্ত্রনাধীন এক শ' ষাটটি বিরাটাকার শিল্পপ্রতিষ্ঠান ।
|