মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর সহকারী , ছ'পক্ষীয় বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের প্রধান ক্রিস্টোফার হিল ওয়াশিংটনে একটি সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার প্রতি পরমাণু অস্ত্র এবং সমস্ত পরমাণু কর্মসূচি ছেড়ে দেয়ার দাবি জানিয়েছেন ।
হিল বলেছেন , উত্তর কোরিয়া সমস্ত পরমাণু পরিকল্পনা ছেড়ে এবং "পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে" ফিরে আসলেই কেবল যুক্তরাষ্ট্র উঃকোরিয়ার সঙ্গে লাইট ওয়াটার রিএক্টর সরবরাহের সমস্যা নিয়ে পরামর্শ করবে । তবে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল উঃ কোরিয়ার পরমাণু অস্ত্রের উত্পাদন বন্ধ করা এবং পরমাণু অস্ত্র পরিত্যাগ করা ।
একইদিন , উঃ কোরিয়ার কেন্দ্রীয় সরকারী পত্রিকা "রোতুং সিনমুন" সম্পাদকীয় প্রকাশ করে বলেছে , দু'দেশের সমস্যা সমাধানের প্রধান হল পারস্পরিক আস্থা প্রতিষ্ঠা করা , যাক্তরাষ্ট্রের উচিত উঃকোরিয়ার বিরুদ্ধে তার সামরিক অপপ্রয়াস পরিত্যাগ করা ।
|