সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী কোইজুমি জুনিজিরো ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পন করার যে কথা বলেছেন ৪ অক্টোবর দক্ষিণ কোরিয়ার " দৈনিক পূর্ব এশিয়া" পক্রিকারএক সম্পাদকীয় প্রবন্ধে তার সমালোচনা করে বলা হয়েছে যে , কোইজুমি জুনিজিরোর এই আচরণ জাপানের আক্রমণের শিকার প্রতিবেশী দেশগুলোর জন্যে এক অবমাননাস্বরূপ , এটা এশিয়ার পররাষ্ট্রনীতিতে দুর্যোগ বয়ে আনবে ।
সম্পাদকীয়টিতে বলা হয়েছে , কোইজুমি জুনিজিরোর ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পন সংবিধান লংঘণ করেছে বলে সম্প্রতি জাপানের ওসাকা সুপ্রীম কোর্ট রায় দেয়ার পরও কোইজুমি জেদ করে ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পন করার কথা বলেছেন । এটা জাপানের আগ্রাসী ইতিহাস ঢেকে রাখার অপপ্রয়াস । এটা দক্ষিণ কোরিয়া ও চীনের সঙ্গে জাপানের সম্পর্ককেএক প্রতিকূল অবস্থায় ফেলে দেবে ।
এশিয় দেশগুলো তার ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পনেরবিরোধিতা করে জাপানের অভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপ করছে বলে কোইজুমি জুনিজিরো যে কথা বলেছেন সম্পাদকীয়টি তা খন্ডন করেছে এবং বলেছে , জাপান ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে , এমন সন্দেহ লোকেরা না করে পারেন না ।
|