স্পেনের স্বরাষ্ট্রৃমন্ত্রী জোসে আন্টোনিয়ো আলোন্সো ৩ অক্টোবর মাদ্রিদে ঘোষণা করেছেন যে , স্পেনীশ পুলিসের নিবিড় সহযোগিতায় ফরাসী পুলিশ একই দিন সকালে ফ্রান্সে সস্পেনের জাতীয় বিচ্ছিন্নতাবাদী সংস্থা এতার ৩জন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে । এদের মধ্যে এতার সামরিক সংস্থার ২ নম্বর সর্দার হারিয়েট আগুয়েরি রয়েছেন ।
২৬ বছর বয়সী আগুয়েরি ১৯৯৫ সাল থেকে এতার সন্ত্রাসীতত্পরতায় অংশ গ্রহণ করতে শুরু করেছেন । ২০০২ সালে তিনি ফ্রান্সে পালিয়ে গিয়ে লুকিয়ে ছিলেন । স্পেনীশ পুলিশ বহুবার তার বিরুদ্ধে গ্রেপ্তারিপরোয়ানা জারি করেছিলো ।
জানা গেছে , চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এতার ৮০জন সন্দেহভাজন সদস্য গ্রেপ্তার হয়েছে । এদের মধ্যে ২৭জন ফ্রান্সে গ্রেপ্তার হয়েছে ।
|