জার্মানির প্রধানমন্ত্রী শ্রোয়েদার ৩ অক্টোবর বার্লিনে প্রথমবারের মতো স্পষ্ট ভাষায় বলেছেন , আগামী সরকারে তাকে প্রধানমন্ত্রী পদে বহাল থাকতে হবে কথাটায় তিনি অটল থাকবেন না ।
একই দিনে টেলিভিশন কেন্দ্রকে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন , যে সংস্কার প্রক্রিয়াতিনি জার্মানীতে এনে দিয়েছেন তিনি তাতে বাধা সৃষ্টি করতে চান না এবং জার্মানীতে এক স্থিতিশীল সরকার প্রতিষ্ঠায়ও বাধা দিতে চান না । তিনি বলেছেন , প্রধানমন্ত্রীপদ-প্রার্থী আগামী জার্মান সরকারে সোস্যালিষ্ট ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বাধিকারের সঙ্গে সম্পর্কিত , তাই এস ডি পির নেতৃমন্ডলী বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে , তিনি যে কোনো সিদ্ধান্ত মেনে নেবেন ।
জার্মানির সংবাদমাধ্যম মনে করে , শ্রোয়েদারের সিদ্ধান্তেরঅর্থ দাঁড়াবে যে , জার্মানি ইউনিয়ন পার্টির পদ-প্রার্থী মার্কেলের জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন বাস্তবায়িতহতে পারে ।
জানা গেছে , ইউনিয়ন পার্টি ও এস ডি পি ৫ অক্টোবর মহা যুক্ত সরকার সম্পর্কে তৃতীয় দফা বৈঠক করবে ।
|