৪ তারিখ ভোরে ই.ইউ. আর তুরস্ক লুক্সেম্বার্গে ই.ইউ.তে তুরস্কের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে । এটা হচ্ছে ই.ইউ.তে তুরস্কের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনার আনুষ্ঠানিক শুরু ।
ই.ইউ.'র পালাক্রমিক চেয়ারম্যানদেশ বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র এবং তুরস্কের উপ-প্রধানমন্ত্রী , পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ গুল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন । স্ট্র বলেছেন, এই আলোচনার সূচনা প্রমাণ করেছে যে, ই.ইউ আর তুরস্কের সম্পর্ক একটি নতুন পর্যায়ে উন্নীত হয়েছে । গুল বলেছেন এটা হচ্ছে ইতিহাসিক তাত্পর্যসম্পন্ন ঘটনা, তুরস্ক ও ই.ইউ.-এর সম্পর্ক একটি নতুন গুরুত্বপূর্ণ সময়পর্বে প্রবেশ করেছে ।
৩ তারিখ সন্ধায়, লুক্সেম্বার্গে অনুষ্ঠিত ই.ইউ.'র পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে ই.ইউ.আর তুরস্কের আলোচনার কাঠামো চুক্তি নিয়ে ঐক্যমত হয়েছে । এর তাত্পর্য হচ্ছে ই.ইউ. তুরস্কের সঙ্গে অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা শুরু করতে ইচ্ছুক ।
ই.ইউ.কমিশনের চেয়ারম্যান জোসে মানুয়েল বারোসো একটি বিবৃতিতে বলেছেন যে, আলোচনার প্রক্রিয়া দীর্ঘ ও কঠিন । তিনি জোর দিয়ে বলেছেন , তুরস্কের গণতন্ত্র,মানবাধিকার আইন ইত্যাদি ক্ষেত্রে ই.ইউ.-এর শর্তের সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে ।
|