চীনের মহাসাগরীয় ওষুধ গবেষণা সাফল্য অর্জন করেছে, কিছু নতুন ধরণের ওষুধ ক্লিনিকে পরীপক্ষা করা হচ্ছে।
জানা গেছে, চীনের বৈজ্ঞানিকরা সাম্প্রতিক বছরগুলোতে টিউমার-বিরোধী ও এথরোস্কলেরোটিক-বিরোধী ইত্যাদি তিন রকমের নতুন মহাসাগরীয় ওষুধ গবেষণা করেছেন। এ তিন রকম ওষুধ ক্লিনিক পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় অনুমোদিত হয়েছে। এগুলোর চিকিত্সার ভূমিকা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
উল্লেখ্য, মহাসাগরীয় ওষুধ হলো মহাসাগরের প্রাণী ও খনিজ দিয়ে আধুনিক প্রযুক্তিগত পদ্ধতিতে তৈরী কার্যকর ওষুধ।
|