২ অক্টোবরজার্মানি , ইসলামী সম্মেলন সংস্থা আর উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সংঘটিত টানা বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করেছে ।
জার্মানির চ্যান্সেলর শ্রোয়েদার ২ অক্টোবর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলোর কাছে পাঠানো তারবার্তায় বিস্ফোরণ ঘটনার তীব্র নিন্দা করেছেন । তিনি বলেছেন , বিস্ফোরণটি আন্তর্জাতিক সমাজের সন্ত্রাসদমনের দৃঢসংকল্পকে আরও জোরদার করবে । তিনি ইন্দোনেশিয়াকে জার্মানী সরকারের প্রয়োজনীয় সাহায্য দেয়ার কথাও ব্যক্ত করেছেন ।
ইসলামী সম্মেলন সংস্থার এক বিবৃতিতে উল্লেখ করা হযেছে যে , বালি দ্বীপে সংঘটিত ধারাবাহিক বিস্ফোরণ ইসলাম ধর্মবিশ্বাস ও ইসলামের মূল্যবোধ ক্ষুন্নকরেছে এবং ইসলাম ধর্ম ও মসলমানদের মর্যাদা ম্লান করেছে ।
জিসিসির বিবৃতিতে বলা হয়েছে , বালী দ্বীপে সংঘটিত সন্ত্রাসীহামলা বিশ্বের বিভিন্ন দেশের প্রচলিতআইন ও ব্যবস্থার পরিপন্থী । জিসিসির মহাসচিব আব্দুল রহমান আল আতিয়াহ বিবৃতিতে আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে হাতেহাত মিলিয়ে সন্ত্রাস নিশ্চিহ্ন করার প্রয়াসচালাবার আহবান জানিয়েছেন ।
|