দু' সপ্তাহব্যাপী চীনা উত্সব তত্পরতা ২ অক্টোবর আমস্টারডামে শুরু হয়েছে । এটা নেদারল্যান্ডের ইতিহাসে চীনের সংস্কৃতি ও শিল্পকলা সম্পর্কে আয়োজিত বৃহত্তম তত্পরতা ।
জানা গেছে , চীনা উত্সব চলাকালে সঙ্গীত , ঐতিহ্যিক অপেরা , নৃত্য , চলচ্চিত্র , আলোকচিত্র, সাহিত্য , নির্মান সহ চীনের সংস্কৃতি ও শিল্পকলা সম্পর্কে নানা ধরণের তত্পরতা অনুষ্ঠিত হবে । নেদারল্যান্ডস্থ চীনা রাষ্ট্রদূত স্যুয়ে হানছিন বলেছেন , চীন ও নেদারল্যান্ডের মধ্যে চমত্কার সহযোগিতার সম্পর্ক আছে , বিভিন্ন ক্ষেত্রে দুপক্ষের সহযোহিতামূলক সম্পর্ক জোরদার হচ্ছে । তত্পরতাটি সাফল্যমন্ডিত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন । ডাচ যুবরাজ উলিয়াম আলেকজান্দার ও প্রিন্সেস ম্যাক্সিমা এই দিন সন্ধ্যায় চীনা উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানের আতশবাজি পুড়িয়েছেন ।
|