আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মুখপাত্র মোঃ জাহের আজিমি ৩ অক্টোবর স্বীকার করেছেন যে , ২ অক্টোবর আফগান সরকারী বাহিনী আর তালিবান সশস্ত্র সংস্থার মধ্যে তুমুল গুলিবিনিময়ে ৩১জন সন্দেহভাজন তালিবান সদস্য নিহত হয়েছে ।
আজিমি বলেচেন , তালিবান সশস্ত্র সংস্থা ২ অক্টোবর সন্ধ্যায় পাকতিকা প্রদেশে সরকারীবাহিনীর এক সেনানিবাসের উপর অতর্কিত হামলা চালিয়েছে । গুলিবিনিময়ে দুপক্ষই ভারী অস্ত্র ব্যবহার করেছে । ফলে ৩১জন সন্দেহভাজন তালিবান সদস্য নিহত আর চারজন সরকারী সৈন্য আহত হয়েছে । এর মধ্যে একজনের অবস্থা গুরুতর ।
|