তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ৩ অক্টোবর আংকারায় বলেছেন , ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের ব্যাপারে তুরস্কের অবস্থানের কোনো পরিবর্তন হয় নি। ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে তথাকথিত বিশেষ সহযোগীর মর্যাদা দিলে তুরস্ক তা গ্রহণ করবে না ।
তুরস্কের সংবাদ-মাধ্যমের খবরে প্রকাশ , তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী আবদুল্লাহ গুল ২ অক্টোবর ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী জ্যাক স্ট্র ও ইউ-উ'র সম্প্রসারণ কমিটির সদস্য ওল্লি রেনের সঙ্গে টেলিফোনে এই ব্যাপারে তুরস্কের অবস্থান পূণরোল্লেখ করেছেন ।
খবরে আরো বলা হয়েছে , আলোচনার কাঠামো সংক্রান্ত খসড়া চুক্তি আংকারায় পাঠানো হলে তুরস্ক পক্ষ কারিগরী ও রাজনৈতিক দিক থেকে তা মূল্যায়ন করার পর সিদ্ধান্ত নেবে ।
|