আফ্রিকান ইউনিয়নের সুদান সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি বাবা গানা কিনগিবে ১ অক্টোবর সুদানের রাজধানী খার্তুমে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে সুদানের দার্ফুর এলাকায় সম্প্রতি কয়েকটি সশস্ত্র হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে, তিনি সংঘর্ষলিপ্ত বিভিন্ন পক্ষের কাছে যুদ্ধবিরতি চুক্তি পালন করতে তাগিদ দিয়েছেন।
তিনি বলেছেন, দার্ফুরে সম্প্রতি সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে, কিছু শরণার্থী শিবিরে হামলা ঘটেছে। এটা এই অঞ্চলের পরিস্থিতির আরো অবনতির বহিঃপ্রকাশ। তাই আফ্রিকান ইউনিয়নকে বাস্তব ব্যবস্থা নিতে হবে।
তিনি আরো বলেছেন, আফ্রিকান পরিষদের চেয়ারম্যান আলফা ওমার কোনারে আফ্রিকান নিরাপত্তা ও শান্তি কমিটির প্রতি ৩ অক্টোবর ঈথিওপিয়ার রাজধানী আদ্দিসআবাবায় জরুরী সম্মেলন আয়োজন করার আহ্বান জানিয়েছেন। সম্মেলনে দার্ফুরের পরিস্থিতি এবং তা মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করা হবে, যাতে পরিস্থিতির আরো অবনতি রোধ করা যায়।
|