১৯৯৮সাল থেকে চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রানসামগ্রী মজুত করার ব্যবস্থা চালু হয়েছে ।
চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , কেন্দ্রীয় সরকারের দশটি গুদাম এবং প্রদেশ আর জেলা পর্যায়ের ১৩০০টি গুদামে ত্রানসামগ্রী মজুত করা হয়েছে ।
গত কয়েক বছর চার লক্ষ সত্তর হাজার তাবু কিনতে কেন্দ্রীয় সরকার এক বিলিয়ন ইউয়ান ব্যয় করেছে । অন্যান্য ত্রানসামগ্রীও বিপুল পরিমানে মজুত রাখা হয়েছে ।
উল্লেখ করা যেতে পারে যে , এখন চীনের কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে ২৪ ঘন্টার মধ্যে প্রথম কিস্তির জরুরী ত্রানসামগ্রী প্রাকৃতিক দুর্যোগ -কবলিত অঞ্চলে পাঠিয়ে দুর্গতদের মধ্যে বিতরণ করা যায় ।
|