চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন সূত্রে জানা গেছে, ১৯৯৯ সাল থেকে চীন প্রায় ১.৪৪ বিলিয়ন ইউয়ান, অর্থাত ১৮ কোটি মার্কিন ডলারের অর্থ দিয়ে হুয়াং হো নদীর উজান ও মধ্য অববাহিকায় ৭৮ হাজার বর্গ কিলোমিটার আয়তনের ভূমিক্ষয় সমস্যা সমাধান করেছে।
হুয়াং হো নদীর উজান ও মধ্য অববাহিকা হলো চীনের সবচেয়ে গুরুতর ভূমিক্ষয় পীড়িত অঞ্চলের অন্যতম। এ জন্য চীন গত শতাব্দীর ৯০'র দশকের শেষ দিক থেকে এই অঞ্চলে আবাদকৃত কৃষিজমিতে পুনঃবনায়ন করা ইত্যাদি প্রকল্প শুরু করে। প্রায় ৬.৭ কোটি কৃষক এ থেকে উপকৃত হন।
জানা গেছে, আগামী ৫ বছরে চীন হুয়াং হো নদীর উজান ও মধ্য অববাহিকার আরো ৬২.৫ হাজার বর্গ কিলোমিটার আয়তনের ভূমিক্ষয় সমস্যা সমাধান করবে।
|