পাঁচদিনব্যাপী আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্তার ৪৯তম অধিবেশন ৩০ সেপ্টেম্বর ভিয়েনায় সমাপ্ত হয়েছে । অধিবেশনে আলাপপরামর্শের মাধ্যমে কোরীয় উপদ্বীপের পারমানবিক সমস্যা সম্পর্কে সিদ্ধান্ত গৃহিত হয়েছে ।
সিদ্ধান্তটিতে ১৯ সেপ্টেম্বর চীনের পেইচিংয়ে অনুষ্ঠিতকোরীয় উপদ্বীপের পারমানবিক সমস্যার চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকে প্রকাশিত যুক্ত বিজ্ঞপ্তিকে স্বাগত জানানো হয়েছে এবং আশা করা হয়েছে যে , সংলাপের মাধ্যমে সমস্যাটির সমাধান হবে , সমস্যাটি সমাধানের জন্যে আন্তর্জাতিক সমাজের চালানো শান্তিপূর্ণ প্রয়াসকে সমর্থন করা হবে । সিদ্ধান্তটিতে উত্তর কোরিয়ার উদ্দেশ্যে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা করার আহবান জানানো হয়েছে ।
অধিবেশনে পারমানবিক প্রযুক্তিরশান্তিপূর্ণ ব্যবহার ও পারমানবিক অস্ত্রের অবিস্তার ব্যবস্থা জোরদার করা সম্পর্কে ধারাবাহিক সিদ্ধান্তও নেয়া হয়েছে , কিন্তু ইসরাইলের পারমানবিক শক্তি ও পারমানবিক হুমকী সম্পর্কে আরব দেশগুলোর প্রস্তাবিত বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি ।
|