চীনের জাতীয় বন ব্যুরোর একজন কর্মকর্তা বলেছেন , চীন এ পর্যন্ত কৃত্রিম উপায়ে বিলুপ্ত প্রায়২০০ প্রজাতির মূল্যবান বন্য পশু আর হাজার ধরণের বন্য উদ্ভিদের প্রজননের ব্যবস্থা নিয়ে সাফল্যের সঙ্গে টেকসই প্রজনন সমস্যার সমাধান করেছে ।
২০০১ সালে জাতীয় বন ব্যুরো সারা দেশে বন্য পশু ও উদ্ভিদ রক্ষা ও প্রাকৃতিক সুরক্ষা অঞ্চল প্রতিষ্ঠা করার প্রক্রিয়া শুরু করেছে । এ পর্যন্ত গোটা দেশে ২৫০টি বন্য পশু ত্রান ও প্রজননঘাঁটি আর ৪০০টি বন্য উদ্ভিদের বীজ-সম্পদ রক্ষা এবং জিন সংরক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে ।
তাছাড়া ৩০০ ধরণের বন্য পশু ও ১৩০ ধরণের বন্য উদ্ভিদএলাকা সুরক্ষিত হয়েছে ।
|