৩০ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব কফি আনান এক বিবৃতিতে ইরাকে সংঘটিত সাম্প্রতিক বলপ্রয়োগের ঘটনার তীব্র নিন্দা করেছেন ।
বিবৃতিতে ইরাকী জনগণের উদ্দেশ্যে সন্ত্রাসীদের হুমকী উপেক্ষাকরে সক্রিয়ভাবে সংবিধানের উপর অনুষ্ঠিতব্য গণ নির্বাচনে অংশ নেয়ার আহবান জানানো হয়েছে । আনান বলেছেন , জাতিসংঘ আগের মতো ভবিষ্যতেও ইরাকী জনগণকে সমর্থন করবে ।
সাম্প্রতিক দিনগুলোতে ইরাকের ভেতরে নিরীহ নাগরিকদের উপর ধারাবাহিক সন্ত্রাসী বোমাহামলায় ৯০জন নিহত হয়েছে । ৩০ সেপ্টেম্বর দক্ষিন ইরাকের হিল্লাহ শহরের এক কাঁচা বাজারে গাড়ি-বোমা বিস্ফোরণে ১০জন নিহত হয়েছে আর ৩০জন আহত হয়েছে । ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মধ্য ইরাকের বালাদ শহরে তিনটি আত্মঘাতী গাড়ি-বোমা বিস্ফোরণ ঘটেছে । এতে মোট ৬২জন নিহত আর ১০০জন আহত হয়েছে ।
|