পয়লা অক্টোবর চীনের জাতীয় দিবস। চলতি বছরের পয়লা অক্টোবর নয়া চীনের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে চীনের বিভিন্ন অঞ্চলে নানা রকমের উদযাপনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
চীনের রাজধানী পেইচিংয়ে বিশ্ববিখ্যাত থিয়েন আন মেন মহাচত্বরে চীনের বিভিন্ন অঞ্চলের কয়েক ডজন হাজার মানুষ একসঙ্গে পতাকা -উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং সবাই চীনের আরো উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন।
উত্তর-পশ্চিম চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের পক্ষে চলতি বছরের পয়লা অক্টোবর শুধু জাতীয় দিবস নয়, তা ওই স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের ৫০ম প্রতিষ্ঠা বার্ষিকীও বটে। রাজধানী উরুমুচিতে বিভিন্ন জাতির প্রতিনিধিরা তাদের উচ্ছ্বসিত গান ও নাচের মাধ্যমে মাতৃভূমির প্রতি শুভেচ্ছা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, জাতীয় দিবস পালন করার জন্য চীনা জনগণ সাত দিন ছুটি পান, অনেকেই এই ছুটিতে বাইরে ভ্রমণ করতে গিয়েছেন বা যাবেন। চীনের বিভিন্ন বিখ্যাত স্থানও প্রস্তুতি নিয়েছে বিপুল সংখ্যক পর্যটককে স্বাগত জানানোর জন্য।
|