রাশিয়ার শিল্প ও শক্তি সম্পদ মন্ত্রী ভিক্টোর খ্রিস্টেনকো ৩০ সেপ্টেম্বর তথ্য মহলকে বলেছেন, রাশিয়া ও ভারত দুটি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস কোম্প্যানি রাশিয়ার দূর প্রাচ্য এলাকায় সম্পদ উন্নয়ন সহযোগিতা নিয়ে পরামর্শ করছে।
তিনি বলেছেন, ভারতের পেট্রেলিয়াম ও প্রাকৃতিক গ্যাস কোম্প্যানি রাশিয়ার দূরপ্রাচ্যের সাখলিন এক নম্বর পেট্রেলিয়াম ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান প্রকল্পের প্রধান অংশীদারে পরিণত হয়। তাছাড়া, দু'দেশ রাশিয়ার দূরপ্রাচ্য এলাকার অন্য শক্তি সম্পদ প্রকল্প প্রস্তাব যৌথভাবে প্রণয়ন বাস্তবায়ন করবে। তিনি আরো বলেছেন, রাশিয়ার পেট্রেলিয়াম কোম্প্যানি আর ভারতের পেট্রেলিয়াম ও প্রাকৃতিক গ্যাস কোম্প্যানি রাশিয়ার সাখলিন তিন নম্বর উন্নয়ন প্রকল্পের দরপত্র মিলিতভাবে জমা দেয়ার সম্ভাবনা আছে।
|