১ অক্টোবর চীন গণ প্রজাতন্ত্রের জাতীয় দিবস । চীনের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ৩০ সেপটেম্বর পেইচিংয়ে চীন সরকার একটি বিরাটাকারের ভোজসভার আয়োজন করেছে । হু চিন থাও , উ পাং কুও , চিয়া ছিং লিন প্রমুখ চীনের নেতৃবৃন্দ আর দেশ-বিদেশের দেড় হাজার অতিথি এই ভোজসভায় অংশ নিয়েছেন ।
ভোজসভায় চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন , ইতিহাসে প্রমাণিত হয়েছে যে , চীনের স্ববৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক পথ একটি একমাত্র সঠিক পথ।
নয়া চীন প্রতিষ্ঠিত হবার পরবর্তী ৫৬ বছরে বিশেষ করে সংস্কার আর উন্মুক্ততা প্রবর্তিত হবার পর থেকে আমাদের দেশে ব্যাপক পরিবর্তন হয়েছে এবং লক্ষনীয় সাফল্য অর্জিত হয়েছে । এতে সমগ্র চীনা জনগণ গৌরব বোধ করেন ।
তিনি আরো বলেছেন , সংস্কার আর উন্মুক্ততা চীনের ভাগ্য স্থির করার একটি গুরুত্বপূর্ণ নীতি । চীন অব্যাহতভাবে সংস্কার আর উন্মুক্ততার নীতিতে অটল থাকবে।
|