চায়না কনস্ট্রাক্শন ব্যাংকের বৈদেশিক কৌশলগত পুঁজিবিনিয়োগকারী হিসেবে কিছুসংখ্যক মার্কিন ব্যাংকার সম্প্রতি আনুষ্ঠানিকভাবে কনস্ট্রাক্শন ব্যাংকে প্রবেশ করেছেন । তাদের কর্তব্যঃ এই ব্যাংকে ব্যাংকিং ব্যবস্থাপনা সম্পর্কিত কৌশলগত সহযোগিতা প্রটোকল কার্যকরী করা ।
চায়না কনস্ট্রাক্শন ব্যাংকের শেয়ার লিমিটেড কোম্পানির চেয়ারম্যান কুও সু ছিং বলেছেন , তিনি আশা করেন যে , ব্যাংকিং ক্ষেত্রে মার্কিন ব্যাংকের সংগে সহযোগিতা চালানো হবে এবং চায়না কনস্ট্রাক্শন ব্যাংকের ব্যবস্থাপনা আর আমানতকারীদের পরিসেবার সামর্থ্য উন্নত করা হবে ।
এবছরের জুন মাসে চায়না কনস্ট্রাক্শন ব্যাংক আর ইউ এস ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী , ইউ এস ব্যাংক পর্যায়ক্রমে চায়না কনস্ট্রাক্শন ব্যাংকে পুঁজিবিনিয়েগ করবে । অবশেষে তার শেয়ারের মালিকানা শতকরা ৯.৯ ভাগে দাঁড়াবে ।
|