তুরস্কের উপ- প্রধানমন্ত্রী আর পররাষ্ট্র মন্ত্রী আবদুল্লাহ গুল ২৯ সেপ্টেম্বর আংকারায় বলেছেন , তুরস্ক আংকারা চুক্তির অতিরিক্ত প্রটোকল সম্পর্কিত অতিরিক্ত বিবৃতিতে ঘোষিত তার দৃষ্টিভঙ্গীপরিত্যাগ করবে না ।
তিনি একই দিন একটি সংবাদ সম্মেলনে বলেছেন , আংকারা চুক্তির অতিরিক্ত প্রটোকল নিয়ে ভোটদান যে মুলতুবী রাখা হয়েছে , তা ৩ অক্টোবর ই ইউতে তুরস্কের যোগদান বিষয়ক আলোচনার জন্য কিছুটা অসুবিধা ডেকে আনবে । কিন্তু তুরস্ক সরকার এটি একটি স্বাভাবিক কার্যকলাপ বলে মনে করে । তিনি পুনরায় ঘোষণা করেছেন যে , তুরস্ক আশা করে , বহুপাক্ষিক কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট সমস্যা নিষ্পত্তি করা হবে ।
|