মধ্য ইরাকের শহর বালাদে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় পর পর তিনটি আত্মঘাতি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৬২ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ২৯ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত বালাদের ব্যবসায়িক অঞ্চলে ধারাবাহিকভাবে বোমাগুলোর বিস্ফোরণ হয়েছে। ঘটনা ঘটার সময় অনেক অধিবাসী কেনাকাটা করছিলো। স্পষ্ট দেখা যাচ্ছে এটা একটি পূর্বপরিকল্পিত বোমা হামলা।
ইরাকে মার্কিন বাহিনীর ২৯ সেপ্টেম্বর প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, একই দিন মধ্য ও পশ্চিম ইরাকের শহর রামাদিতে একজন মার্কিন সৈন্য সশস্ত্র ব্যক্তির সঙ্গে গুলি-বিনিময়ে মারা গেছেন। তাছাড়া অন্য ৫জন মার্কিন নৌসেনা২৮ সেপ্টেম্বর রামাদির বোমা হামলায় নিহত হয়েছে। ২০০৩ সালের মার্চ মাসে ইরাক যুদ্ধ শুরু হবার পর থেকে মোট ১৯৩০ জন মার্কিন সৈন্য নিহত হয়েছে।
|