মার্কিন ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ২৯ সেপ্টেম্বর সর্বশেষ জনমত জরিপ থেকে জানা গেছে, " সেনাবাহিনীর মাধ্যমে গণতন্ত্র সম্প্রসারণের" চেষ্টা সন্দেহজনক বলে আরও বেশী মার্কিনী ধারণা করেন।
এই জনমত জরিপ থেকে জানা গেছে, ৭২ শতাংশ সাক্ষাত্কার দানকারী মনে করেন যে, সেনাবাহিনীর মাধ্যমে গণতন্ত্র সম্প্রসারণ করা যথার্থ নয়। চার ভাগের মধ্যে তিন ভাগ সাক্ষাত্কার দানকারী মনে করেন যে, "সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে উত্খাত করে ইরাকে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার" অজুহাতে যুদ্ধ বাঁধানো হয়েছে, তা অযৌক্তিক। একই সঙ্গে ৫৭ শতাংশ সাক্ষাত্কার দানকারী দাবি জানিয়েছেন যে, ইরাকে নির্বাচনের পর শিগগীরই সেখান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা উচিত।
|